সিরিয়ার হামায় সন্ত্রাসীদের সুড়ঙ্গপথ আবিষ্কার
https://parstoday.ir/bn/news/west_asia-i70735-সিরিয়ার_হামায়_সন্ত্রাসীদের_সুড়ঙ্গপথ_আবিষ্কার
সিরিয়ার হামা প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যবহার করা দীর্ঘ একটি সুড়ঙ্গপথের সন্ধান পেয়েছে দেশটির সামরিক বাহিনী। হামা প্রদেশে সেনারা পরিচ্ছন্ন অভিযান চালাতে গিয়ে এ সুড়ঙ্গপথের সন্ধান পায়।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মে ২৭, ২০১৯ ১৬:৪৬ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের ব্যবহার করা সুড়ঙ্গপথ
    সন্ত্রাসীদের ব্যবহার করা সুড়ঙ্গপথ

সিরিয়ার হামা প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যবহার করা দীর্ঘ একটি সুড়ঙ্গপথের সন্ধান পেয়েছে দেশটির সামরিক বাহিনী। হামা প্রদেশে সেনারা পরিচ্ছন্ন অভিযান চালাতে গিয়ে এ সুড়ঙ্গপথের সন্ধান পায়।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সেনা সদস্যরা কাদাত আল-মাদিক শহরে অভিযান পরিচালনার সময় ২০ মিটার গভীর ও ৫০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ পথটির সন্ধান পায়। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুকানো ছিল।

সন্ত্রাসীদের সুড়ঙ্গপথ থেকে উদ্ধার করা গোলাবারুদ

এ সুড়ঙ্গপথের সঙ্গে যুক্ত রয়েছে একটি কারাগার যাতে বেশ কয়েকটি কক্ষ রয়েছে। ধারণা করা হচ্ছে এসব কক্ষে উগ্র সন্ত্রাসীরা বেসামরিক লোকজনকে ধরে নির্যাতন ও হত্যা করত। এছাড়া, এই সুড়ঙ্গপথের মধ্যে শীর্ষ পর্যায়ের সন্ত্রাসীদের কমান্ড সেন্টারও রয়েছে।  

এদিকে, হামা প্রদেশের কাফর নাবুদাহ শহরে সরকারি সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সেখানে সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা বা ফতেহ আশ-শামকে নির্মূল করতে সক্ষম হয় সামরিক বাহিনী। এর আগে দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে সানা জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।