মিত্রদের কাছ থেকে কোনোরকম অর্থ সাহায্য নেয়া হয় নি : সিরিয় অর্থমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i71058-মিত্রদের_কাছ_থেকে_কোনোরকম_অর্থ_সাহায্য_নেয়া_হয়_নি_সিরিয়_অর্থমন্ত্রী
সিরিয়ার বৈদেশিক বাণিজ্য ও অর্থমন্ত্রী মোহাম্মাদ সামের আলখালিল বলেছেন তাঁর দেশ ইরান এবং রাশিয়ার কাছ থেকে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা নিয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুন ০৮, ২০১৯ ১৯:৫৯ Asia/Dhaka
  • সিরিয়ার অর্থমন্ত্রী মোহাম্মাদ সামের
    সিরিয়ার অর্থমন্ত্রী মোহাম্মাদ সামের

সিরিয়ার বৈদেশিক বাণিজ্য ও অর্থমন্ত্রী মোহাম্মাদ সামের আলখালিল বলেছেন তাঁর দেশ ইরান এবং রাশিয়ার কাছ থেকে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা নিয়েছে।

কোনোরকম বিদেশি সাহায্য কিংবা ঋণ গ্রহণ করে নি সিরিয়া। অর্থনৈতিক ক্ষেত্রে দামেশক এখনও নিজের সামর্থের ওপরই নির্ভর করছে।

যুদ্ধের ক্ষয়ক্ষতি কমাতে সিরিয়া সরকারের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নি:সন্দেহে যুদ্ধ ব্যাপক ধ্বংস ও ক্ষয়ক্ষতি বয়ে আনে। ওই ক্ষতি পূরণ করার জন্য ব্যক্তিগত এবং সামষ্টিক উদ্যোগ প্রয়োজন রয়েছে বলে মন্ত্রী মন্তব্য করেন।

অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকারের ব্যঅপক কর্মসূচি রয়েছে বলে উল্লেখ করেন আলখালিল। তিনি বলেন আমদানি পণ্যের বিকল্প চিন্তার পাশাপাশি বিশেষ ক্ষেত্রে প্রণোদনা কর্মসূচিও নিয়েছে সরকার।

২০১১ সালে সৌদি আরব এবং আমেরিকাসহ তাদের মিত্রদের মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় ব্যাপক আগ্রাসন চালায়। ইরান এবং রাশিয়ার সহযোগিতায় সিরিয়া সরকার সন্ত্রাসীদের পরাস্ত করতে সক্ষম হলেও অর্থনৈতিকভাবে দেশটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পার্সটুডে/নাসির মাহমুদ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।