ওমান সাগরে তেল ট্যাংকারে হামলায় ইসরাইল জড়িত: আরব কূটনীতিক
(last modified Sat, 15 Jun 2019 12:01:31 GMT )
জুন ১৫, ২০১৯ ১৮:০১ Asia/Dhaka
  • আঘাতপ্রাপ্ত তেল ট্যাংকার
    আঘাতপ্রাপ্ত তেল ট্যাংকার

ওমান সাগরে দু'টি তেল ট্যাংকারে হামলার সঙ্গে ইহুদিবাদী ইসরাইল জড়িত বলে কোনো কোনো আরব কূটনীতিক মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরব কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে লেবাননের দৈনিক আল-জমহুরিয়া আজ (শনিবার) এ খবর দিয়েছে।

তারা বলছেন, জাপানের জ্বালানিবাহী দুটি তেল ট্যাংকারে বিস্ফোরণের ঘটনার সময় এবং পরিস্থিতি বিবেচনায় নিলে এ নিয়ে অনেক প্রশ্ন তোলা যেতে পারে। কারণ এমন সময় এ ঘটনা ঘটেছে যখন জাপানি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে ইরানে অবস্থান করছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের যুদ্ধকামী নীতির প্রতি ইঙ্গিত করে বলেন, এই হামলার জন্য ইসরাইলকে অভিযুক্ত করা যায় কারণ এ অঞ্চলে যে কোনো যুদ্ধ হলে তাতে লাভবান হবে ইহুদিবাদী ইসরাইল।

গতকাল ওমান সাগরে দু'টি ট্যাঙ্কারে বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। জাপানের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, দু'টি ট্যাঙ্কারেই তাদের জ্বালানি ছিল।

ওই ঘটনার পরপরই ইরানের উদ্ধারকর্মীরা সেখানে ছুটে যান এবং ক্রুদের উদ্ধার করেন। এরপর তাদেরকে ইরানের জাস্ক বন্দরে এনে চিকিৎসা দেওয়া হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ওমান সাগরে জ্বালানিবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা সন্দেহজনক।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ