ট্রাম্পের নামে গোলান মালভূমিতে ইহুদি বসতির নামকরণ
(last modified Mon, 17 Jun 2019 08:07:07 GMT )
জুন ১৭, ২০১৯ ১৪:০৭ Asia/Dhaka
  • গোলান মালভূমিতে অবৈধ  ইহুদি বসতির নামফলক উন্মোচনের অনুষ্ঠান
    গোলান মালভূমিতে অবৈধ ইহুদি বসতির নামফলক উন্মোচনের অনুষ্ঠান

অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল সরকার নতুন করে একটি অবৈধ বসতি স্থাপনা তৈরি করেছে যার নাম রাখা হয়েছে ড্রোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সম্মান দেখিয়ে এ নামকরণ করা হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এ কারণেই ইহুদিবাদী ইসরাইল ট্রাম্পের সম্মানে ‘ট্রাম্প হাইট’ নামে ওই বসতির নামকরণ করে। গতকাল ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নামফলক উন্মোচন করেন।

অবৈধ বসতির নামফলক উন্মোচন অনুষ্ঠানে সস্ত্রীক মার্কিন রাষ্ট্রদূত ও ইসরাইলের প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “গোলান মালভূমি ইসরাইলের এবং এটি চিরদিন ইসরাইলেরই থাকবে।”  এ সময় তিনি ট্রাম্পকে ইসরাইলের মহান বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। নেতানিয়াহু বলেন, “ট্রাম্প ইসরাইলের স্বার্থে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা অন্য কেউ করেন নি।”

নেতানিয়াহুর বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প টুইটার পোস্টে ধন্যবাদ জানান। তার নামে অবৈধ বসতির নামকরণ করায় তিনি একে বিরাট সম্মানের বিষয়ে বলে উল্লেখ করেন। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রায়েডম্যান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ