তুরস্কের অভিযানে কুর্দি গেরিলা নেতা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i71790-তুরস্কের_অভিযানে_কুর্দি_গেরিলা_নেতা_নিহত
ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানে তুরস্কের সামরিক অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র শীর্ষ পর্যায়ের এক গেরিলা নেতা নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৭, ২০১৯ ১৮:৫৭ Asia/Dhaka
  • দিয়ার গারিপ মুহাম্মাদ
    দিয়ার গারিপ মুহাম্মাদ

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানে তুরস্কের সামরিক অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র শীর্ষ পর্যায়ের এক গেরিলা নেতা নিহত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তুর্কি কয়েকটি সূত্র আজ (রোববার) জানিয়েছে, গত ২৭ জুন সামরিক অভিযানের সময় দিয়ার গারিপ মুহাম্মাদ ওরফে হালমাত দিয়ার নিহত হয়। কান্দিল পর্বতের কাছে তুর্কি সামরিক বাহিনী এ অভিযান চালায়। তুর্কি সূত্র জানিয়েছে, দিয়ার মুহাম্মাদ পিকেকে’র নির্বাহী পরিষদের সদস্য ছিল।  

পিকেকে গেরিলারা প্রায়ই উত্তর ইরাক লাগোয়া তুরস্কের সীমান্তে তুর্কি সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তুরস্ক এ গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে করে নিষিদ্ধ ঘোষণা করেছে।  

এ গোষ্ঠী ১৯৮৪ সাল থেকে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে লড়াই করছে। তুর্কি সরকারের সঙ্গে পিকেকে গেরিলাদের যুদ্ধবিরতি চুক্তি হলেও ২০১৫ সালে তা ভেঙে যায়। এরপর থেকে তুর্কি সামরিক বাহিনীর ওপর গেরিলাদের হামলা জোরদার হয়েছে। এ অবস্থায় গত কয়েক মাসে তুর্কি বিমান বাহিনী ও স্থল সেনারা উত্তর ইরাক এবং সিরিয়ার কিছু এলাকায় পিকেকে-বিরোধী অভিযান চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭