এটি ক্ষমার অযোগ্য পাপ: আল-ওয়েফাক
(last modified Sat, 20 Jul 2019 13:38:04 GMT )
জুলাই ২০, ২০১৯ ১৯:৩৮ Asia/Dhaka
  • আল-ওয়েফাক জোটের কার্যালয়
    আল-ওয়েফাক জোটের কার্যালয়

ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরায়েল কাৎজের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফার বৈঠকের তীব্র নিন্দা করেছে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক। জোট এ বৈঠককে ‘অত্যন্ত লজ্জাজনক ও ক্ষমার অযোগ্য পাপ’ বলে মন্তব্য করেছে।

আল-ওয়েফাক বলেছে, দখলদার ইসরাইলি মন্ত্রীর সঙ্গে পরাষ্ট্রমন্ত্রী বৈঠক করার পর এ সরকার ক্ষমতায় থাকার সমস্ত বৈধতা হারিয়েছে। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে আল-ওয়েফাক এসব কথা বলেছে। এতে বলা হয়- তেল আবিবের সঙ্গে মানামার সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হয়ে ওঠায় দেশের সম্মান বাড়ছে না।

ইসরায়েল কাৎজের সঙ্গে (বামে) শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা

কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন এ বৈঠকের যে প্রশংসা করেছে তারও নিন্দা জানিয়েছে আল-ওয়েফাক।  

আমেরিকা সফরের সময় গত বুধবার ইসরাইল ও বাহরাইনের মন্ত্রী বৈঠক করেন। তেল আবিব এবং মানামার মধ্যে এই প্রথম এমন প্রকাশ্য কোনো বৈঠক হলো।  ইসরাইলি মন্ত্রী বৃহস্পতিবার এক টুইটার পোস্টে বৈঠকের খবর নিশ্চিত করেন।#

পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ