সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলি বিমান হামলা উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে: রাশিয়া
(last modified Fri, 04 Oct 2019 04:27:12 GMT )
অক্টোবর ০৪, ২০১৯ ১০:২৭ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরাইলি যে স্বেচ্ছাচারি বিমান হামলা চালাচ্ছে তাতে পরিস্থিতি অনেক বেশি উত্তেজনাকর হয়ে উঠছে।

লন্ডন থেকে প্রকাশিত আশ-শারকুল আওসাত পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ এ মন্তব্য করেন। গতকাল (বৃহস্পতিবা) তার এ সাক্ষাৎকার ছাপা হয়েছে। রাশিয়ার এ শীর্ষ কূটনীতিক বলেন, “আমরা কখনো একথা অস্বীকার করতে পারি না যে, ইসরাইলের এ ধরনের হামলার কারণে মধ্যপ্রাচ্য অনেক বেশি অস্থিতিশীল হয়ে উঠছে।”

সিরিয়ার ওপর মাঝেমধ্যেই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরাইল

দীর্ঘদিন ধরে ইহুদিবাদী ইসরাইল ইচ্ছামতো মাঝেমধ্যেই সিরিয়ার অভ্যন্তরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের পতন ঠেকানোর ব্যর্থ প্রচেষ্টা হিসেবে ইহুদিবাদী ইসরাইল এসব হামলা চালাচ্ছে বলে মনে করা হয়।

সাক্ষাৎকারের এক পর্যায়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল এবং ইরানের ভেতরে সংঘর্ষ শুরু হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তিনি বলেন, সিরিয়াকে কোনো শক্তির এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র বানানো উচিত হবে না। গত জুন মাসে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে, সিরিয়ার ভূখণ্ডে ইসরাইল যে হামলা চালাচ্ছে সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে মস্কো।#

পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ