ইহুদিবাদীরা মুসলিম উম্মাহর অনুভূতিতে আঘাত হেনেছে: হামাস
(last modified Thu, 17 Oct 2019 00:44:42 GMT )
অক্টোবর ১৭, ২০১৯ ০৬:৪৪ Asia/Dhaka
  • হামাসের মুখপাত্র হাজেম কাসেম
    হামাসের মুখপাত্র হাজেম কাসেম

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছেন, ইহুদিবাদীরা মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে এই মসিজদের অবমাননা এবং মুসলিম উম্মাহর অনুভূতিতে আঘাত হেনেছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমেরিকার প্রত্যক্ষ সমর্থন এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে কিছু আরব দেশের অপতৎপরতার সুযোগে ইহুদিবাদী ইসরাইল আগের চেয়ে বেশি ধৃষ্টতার সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মুসলিম স্থাপনার অবমাননা করে যাচ্ছে।

কাসেম বলেন, ফিলিস্তিনিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ইসলামের পবিত্রতা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং ইহুদিবাদীদের হাত থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হওয়ার আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর প্রহরায় আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করছে বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা

হামাসের এই মুখপাত্র বলেন, আল-আকসা মসজিদের শহর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনি জনগণের কাছে তাদের প্রাণের চেয়েও দামি এবং এটি ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী। কাজেই এই নগরীকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করার প্রচেষ্টা কোনোদিন সফল হবে না।

ইসরাইলি সেনাদের সশস্ত্র পাহারায় গতকাল (বুধবার) অন্তত ৬০০ ইহুদিবাদী বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে এই মসজিদের অবমাননা করেছে। মুসলমানদের প্রথম ক্বিবলা খ্যাত এই মসজিদের একাংশ দখল করে বায়তুল মুকাদ্দাস শহরের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার যে চেষ্টা তেল আবিব করছে তারই অংশ হিসেবে আল-আকসার অবমাননায় এ মদদ দেয়া হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ