আল-আকসা মসজিদের অবমাননা সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ ডেকে আনবে: হামাস
(last modified Tue, 22 Oct 2019 08:15:58 GMT )
অক্টোবর ২২, ২০১৯ ১৪:১৫ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদের কাছে এক ফিলিস্তিনিকে নির্যাতন করছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
    আল-আকসা মসজিদের কাছে এক ফিলিস্তিনিকে নির্যাতন করছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী

ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনাকারীদের অবমাননার কারণে সর্বাত্মকভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

হামাসের মুখপাত্র ফাউজি বারহুম গতকাল (সোমবার) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইহুদিবাদী ইসরাইলের উস্কানিমূলক আচরণের কারণে তেল আবিবকে চড়া মূল্য দিতে হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

পবিত্র আল-্আকসা মসজিদে প্রায়ই ইসরাইলি সেনারা অবমাননা করে এবং ফিলিস্তিনি মুসলমানদের নামাযে বাধা দেয়

পাশাপাশি ইহুদিবাদী ইসরাইল ও অবৈধ বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জেরুজালেম শহরের জনগণকে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান ফাউজি বারহুম। পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি সেনারা এবং অবৈধ বসতি স্থাপনকারীরা যে অবমাননাকর তৎপরতা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আরব দেশগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।

পবিত্র আল-আকসা মসজিদের সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সেনারা এবং অবৈধ বসতি স্থাপনকারীরা যে অবমাননামূলক তৎপরতা চালিয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আরও কয়েকটি সংগঠন। এসব সংগঠন বলেছে, আল-আকসা মসজিদের অবমাননার ঘটনা থেকে ইসরাইলের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে।#

পার্সটুডে/এসআইবি/২২

ট্যাগ