ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i74842-ইরাকে_মার্কিন_সামরিক_ঘাঁটিতে_মর্টার_হামলা
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি মর্টারের গোলা আঘাত হেনেছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ২৯, ২০১৯ ০৯:০৮ Asia/Dhaka
  • ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের একটি বহর
    ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের একটি বহর

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি মর্টারের গোলা আঘাত হেনেছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, তাইজি সামরিক ঘাঁটির ভেতরে দুটি গোলা বিস্ফোরিত হয় এবং একটি গোলা ঘাঁটির বাইরে পড়ে্ ঘাঁটির বাইরে পড়া গোলাটি বিস্ফোরিত হয় নি।

মর্টার হামলায় মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সূত্র তা বিস্তারিত জানায় নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায়দায়িত্ব স্বীকার করে নি।

ইরাকজুড়ে যখন সরকারবিরোধী বড় রকমের বিক্ষোভ হচ্ছে তখন মার্কিন ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটলো। বিক্ষোভ মোকাবেলার জন্য সরকার রাজধানী বাগদাদে গতকাল (সোমবার) কারফিউ জারি করেছে। ইরাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এবং পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এ অবস্থা চলবে।#

পার্সটুডে/এসআইবি/২৯