নভেম্বর ১৩, ২০১৯ ১৫:০৮ Asia/Dhaka
  • টমেটো
    টমেটো

পাকিস্তানে সবজির বাজারে যে ঊর্ধ্বমুখী অবস্থা বিরাজ করছে তার রাশ টেনে ধরতে ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে টমেটোসহ বিভিন্ন রকমের সবজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ সরকার। দেশটির সবজির বাজারে এক মাসেরও বেশি আগে অস্থিতিশীল অবস্থা তৈরি হওয়ার পর এই সিদ্ধান্ত নিল পাকিস্তান।

খারাপ আবহাওয়া এবং পাক সরকারের ধীরে চলো নীতির কারণে অভ্যন্তরীণ বাজারে অক্টোবর মাসের শুরু থেকে টমেটোর সরবরাহ লক্ষ্যণীয়ভাবে কমে যায়। গত মাসে ভারী বর্ষণের কারণে ওই অঞ্চলে টমেটোর দাম ব্যাপকভাবে বেড়ে গেছে।

পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে গড়পড়তা ১৮০ রুপিতে এক কেজি টমেটো বিক্রি হচ্ছে। তবে কোথাও কোথাও প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩০০ রুপিতে।

টমেটোর বাজারের এই অস্থিতিশীল অবস্থার কথা বিবেচনা করে পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয় আজ (বুধবার) রাজধানী ইসলামাবাদে এক বৈঠকের মাধ্যমে প্রতিবেশী দেশগুলো থেকে টমেটো আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয়ের সচিব মুহাম্মাদ হাশিম পপালজাই পাকিস্তানের ডন পত্রিকাকে বলেন, “আমরা ইরান থেকে টমেটো কেনার বিষয়টি বিবেচনা করছি। এ ব্যাপারে বেশকিছু আমদানিকারক আমার সঙ্গে যোগাযোগ করেছেন।”

সিন্ধু প্রদেশ থেকে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নতুন টমেটো এবং পিঁয়াজের মতো পণ্য এসে পৌঁছবে। এরমধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে টমেটো আমদানি করা হলে বর্তমান শূন্যতা পূরণ করা সম্ভব হবে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় পরিস্থিতি সামাল দেয়ার জন্য কোনোরকম শুল্ক আরোপ ছাড়াই সবজি আমদানির অনুমোদন দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

ট্যাগ