জাভেদ বাজওয়া ও আলী শামখানি বৈঠক
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা ইরানের নীতি: শামখানি
-
জাভেদ বাজওয়া ও আলী শামখানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব ব্রিগেডিয়ার জেনারেল আলী শামখানি যে কোনো রকমের নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলির মধ্যে সহযোগিতা ও সংহতির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।
তেহরান সফররত পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাতে আজ তিনি এ কথা বলেন। শামখানি বলেন, ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করা এবং মার্কিন আধিপত্যবাদ বিস্তারের লক্ষ্যে মুসলিম দেশগুলির মাঝে অনৈক্য ও বিভেদ সৃষ্টি করা আমেরিকার অপকৌশল। মার্কিন এই আধিপত্যের ব্যাপারে তিনি পাকিস্তানি সেনাপ্রধানকে সতর্ক থাকার আহ্বান জানান।

শামখানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি হলো আঞ্চিলিক দেশগুলো বিশেষ করে প্রতিবেশি দেশের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা।এ ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে তিনি টেকসই নিরাপত্তা কাঠামোর ভিত্তিতে দু'দেশের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। বিশেষ করে দু'দেশের সীমান্তবর্তী প্রদেশগুলোতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা হলে সেসব এলাকার অধিবাষীদের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। এ ধরনের সহযোগিতার ব্যাপারে ইরান সদা প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনার জন্য ইয়েমেনের নিপীড়িত জনগণের বিরুদ্ধে সৌদি আরবের সর্বাত্মক যুদ্ধকে দায়ী বলে মন্তব্য করে জনাব শামখানি আরও বলেন: এই জঘন্য গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোর উচিম যত দ্রুত সম্ভব সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করা। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল বাজওয়াও তেহরান সফরে এসে সন্তোষ প্রকাশ করেন এবং ইরান ও পাকিস্তানের মধ্যে সার্বিক সহযোগিতা জোরদার ও সম্প্রসারণের আহ্বান জানান।
দু'দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে আলোচনা করতে জেনারেল বাজওয়া গতকাল তেহরানে পৌঁছেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।