৫ হাজার কোটি ডলারের ঘাটতি বাজেট দিতে যাচ্ছে সৌদি আরব
(last modified Tue, 10 Dec 2019 10:28:44 GMT )
ডিসেম্বর ১০, ২০১৯ ১৬:২৮ Asia/Dhaka
  • সৌদি তেল স্থাপনা
    সৌদি তেল স্থাপনা

সৌদি আরব বলেছে, আগামী অর্থবছরের জন্য তাদের বাজেট ঘাটতি আরো বাড়বে। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশটির বাজেট ঘাটতি বাড়ার প্রধান কারণ হিসেবে তেলের দাম ও উৎপাদন কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে।

গতকাল (সোমবার) এক সরকারি বিবৃতির বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আগামী বছরের জন্য যে বাজেট প্রণয়ন করা হবে তাতে পাঁচ হাজার কোটি ডলার ঘাটতি থাকবে। গত বছরের চেয়ে এবার দেড় হাজার কোটি ডলার ঘাটতি বাড়বে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব গত সাত বছর ধরে টানা ঘাটতি বাজেট প্রণয়ন করে আসছে।

রাজা সালমান বিন আব্দুল আজিজের সভাপতিত্বে সৌদি আরবের মন্ত্রিসভার বৈঠকের পর এই বাজেট ঘাটতির কথা ঘোষণা করা হয়। মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছে, রিয়াদ ২০২০ সালে রাষ্ট্রীয় ব্যয় কমাবে এবং সেজন্য নানা ক্ষেত্রে কঠোর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হবে।

ওই বৈঠকে বলা হয়েছে, সৌদি আরব আগামী বছরের জন্য ২৭ হাজার ২০০ কোটি ডলারের বাজেট পেশ করবে যা গত বছরের চেয়ে শতকরা ৭.৮ ভাগ কম। এ ক্ষেত্রে রাজস্ব আয় হবে ২২ হাজার ২০০ কোটি ডলার। গত অর্থবছরের তুলনায় এবার রাজস্ব আয় ১৪. ৬ ভাগ কম হবে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরব প্রতি বছর যে বাজেট ঘোষণা করে তার দুই-তৃতীয়াংশ তেল ও তেলজাত পণ্য থেকে আসে।#

পার্সটুডে/এসআইবি/১০

 

ট্যাগ