খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আদালতের রায় হাস্যকর: জাতিসংঘ; আন্তর্জাতিক প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i76160-খাশোগি_হত্যাকাণ্ডে_সৌদি_আদালতের_রায়_হাস্যকর_জাতিসংঘ_আন্তর্জাতিক_প্রতিক্রিয়া
বিরোধীদেরকে নির্মূল ও জুলুম নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদি আরব বহু আগেই কুখ্যাতি অর্জন করেছে। খ্যাতনামা সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনের অন্যতম বড় দৃষ্টান্ত হয়ে আছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৯ ১৭:৩৮ Asia/Dhaka
  • জামাল খাশোগি
    জামাল খাশোগি

বিরোধীদেরকে নির্মূল ও জুলুম নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদি আরব বহু আগেই কুখ্যাতি অর্জন করেছে। খ্যাতনামা সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনের অন্যতম বড় দৃষ্টান্ত হয়ে আছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রচণ্ড বিরোধী হিসেবে পরিচিত জামাল খাশোগিকে গত বছর ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কন্স্যুলেট ভবনে নৃশংসভাবে হত্যা করা হয়। ব্যাপক হৈ চৈ ও সমালোচনার মুখে সৌদি সরকার প্রথমে নীরব থাকলেও ও অস্বীকার করলেও শেষ পর্যন্ত এ ঘটনার  ১৮ দিন পর খাশোগিকে হত্যার কথা স্বীকার করে। এই কেলেঙ্কারির ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য সৌদি সরকার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের লোক দেখানো বিচার শুরু করে। সৌদি সরকার লোক দেখানো বিচার শুরু করলেও জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তীব্র সমালোচনার সম্মুখীন হয়।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যাগান্স ক্লামার্দ সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সৌদি আদালতের সাম্প্রতিক রায়কে লোক দেখানো ও হাস্যকর বলে উল্লেখ করেছেন। তিনি গত সোমবার এক টুইটার বার্তায় সৌদি আদালতের  লোক দেখানো বিচারের রায়ের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন। তিনি আরো বলেন, এ রায়ের মাধ্যমে জামাল খাশোগিকে হত্যার সঙ্গে সরাসরি জড়িতদের মৃত্যুদণ্ড দেয়া হলেও আসল নির্দেশ দাতা কিংবা পরিকল্পনাকারীদের ব্যাপারে কোনো কথাই বলা হয়নি। তিনি সৌদি আদালতের এ রায়কে অবিচার বলে উল্লেখ করেছেন। এদিকে জাতিসংঘ সৌদি আদালতের এ রায়ের বিরোধিতা করে জামাল খাশোগি হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

প্রকৃতপক্ষে, আন্তর্জাতিক সমাজের প্রবল চাপের মুখে সৌদি সরকার খাশোগি হত্যার প্রায় ১৫ মাস পর এর সঙ্গে জড়িতদের ব্যাপারে আদালতের রায় ঘোষণা করতে বাধ্য হয়। সৌদি আদালত গত সোমবার পাঁচ জনকে মৃত্যুদণ্ড এবং তিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। রিপোর্টাস উইদাউট বর্ডার সংস্থার মহাসচিব ক্রিস্টোভ ডেলভার টুইটার বার্তায় বলেছেন, খাশোগি হত্যাকাণ্ডে রুদ্ধদ্বার আদালতের এ বিচার ন্যায়বিচারের প্রতি প্রহসন এবং আমরা এখনো সঠিক বিচারের অপেক্ষায় আছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও জানিয়েছে, সৌদি আদালতের এ রায়ে প্রকৃত অপরাধীদেরকে এড়িয়ে যাওয়া হয়েছে।

পার্সটুডে/২৪