ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেয়া স্থগিত করেছে আমেরিকা
(last modified Sat, 04 Jan 2020 11:47:29 GMT )
জানুয়ারি ০৪, ২০২০ ১৭:৪৭ Asia/Dhaka
  • ইরাকি সেনা
    ইরাকি সেনা

ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়া আপাতত স্থগিত করেছে আমেরিকা। ইরাকের মাটিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিখ্যাত সমর-নায়ক মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার পর এই পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার।

জার্মানির জাতীয় সংসদের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির লেখা এক চিঠিতে জার্মানির সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এরিক পেপার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরাকে মোতায়েন সেনাদের নিরাপত্তার কথা চিন্তা করেই মার্কিন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

শহীদ মেজর জেনারেল কাসেম সোলায়মানি

জেনারেল এরিক পেপার জানান, “ইরাকের নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয়া সাময়িকভাবে স্থগিত করেছে আমেরিকা। এই সিদ্ধান্ত আমেরিকার সমস্ত মিত্র দেশের জন্য প্রযোজ্য।”

ইরাকের সাম্প্রতিক ঘটনাবলী এবং শুক্রবার ভোরে মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার পর আমেরিকা ঘোষণা করেছে যে, তারা বাড়তি তিন হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠাবে। এই ঘোষণার পর ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত রাখার খবর প্রকাশ হলো।#

পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ