যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইয়েমেনের হুদায়দায় সৌদি হামলা
(last modified Tue, 14 Jan 2020 12:16:47 GMT )
জানুয়ারি ১৪, ২০২০ ১৮:১৬ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইয়েমেনের হুদায়দায় সৌদি হামলা

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হুদায়দায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। প্রদেশের একটি গ্রামে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এর ফলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। হুদায়দায় যুদ্ধবিরতির বিষয়ে সুইডেনে সমঝোতা চুক্তিতে সম্মত হওয়ার পরও মাঝে মধ্যেই সেখানে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও তার মিত্র বাহিনী। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সৌদি আরব ও ইয়েমেনের প্রতিনিধিরা ওই সমঝোতা চুক্তিতে সই করে। 

২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। সরাসরি হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন।

সৌদি আরব অবৈধভাবে ইয়েমেনে নিজের পছন্দসই ব্যক্তিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে এ হামলা শুরু করলেও এখন পর্যন্ত তাদের সে লক্ষ্য বাস্তবায়িত হয় নি।#
পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ