মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে মিলিয়ন-ম্যান মার্চের ডাক দিলেন মুক্তাদা সাদর
(last modified Wed, 15 Jan 2020 09:31:22 GMT )
জানুয়ারি ১৫, ২০২০ ১৫:৩১ Asia/Dhaka
  • মুক্তাদা আস-সাদর
    মুক্তাদা আস-সাদর

ইরাকের অভ্যন্তরে মার্কিন সামরিক বাহিনীর অব্যাহত উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিলিয়ন-ম্যান মার্চের ডাক দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া আলেম মুক্তাদা আস-সাদর।

মার্কিন সেনাদের বহিষ্কারের দাবিতে ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হওয়ার পর মুক্তাদা সাদর এই মিলিয়ন-ম্যান মার্চের ডাক দিলেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন সেনারা হত্যা করার পর ইরাকের সংসদে ওই প্রস্তাব পাস করা হয়।

ইরাকে মোতায়েন মার্কিন সেনা

মুক্তাদা সাদর টুইটারে দেয়া বিবৃতিতে বলেছেন, ইরাকের আকাশ, স্থলসীমা এবং সার্বভৌমত্ব প্রতিদিন দখলদার বাহিনীর মাধ্যমে লঙ্ঘিত হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। তবে সে প্রতিবাদ শান্তিপূর্ণ উপায়ে এবং ঐক্যবদ্ধভাবে করতে হবে। মিলিয়ন-ম্যান মার্চের ডাক দিলেও মুক্তাদা সাদর পরিষ্কার করেন নি কবে এবং কোথায় ওই সমাবেশ অনুষ্ঠিত।

ইরাকের সংসদে প্রস্তাব পাস হওয়ার পর মার্কিন বাহিনীর পক্ষ থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য ইরাক সরকারের কাছে একটি চিঠি দেয়া হয়েছে কিন্তু এ ব্যাপারে পরিষ্কার কোনো ভূমিকা নেয়া হয় নি। মুক্তাদা সাদর আমেরিকার সঙ্গে সমস্ত নিরাপত্তা চুক্তি বাতিল করতে ইরাকের জাতীয় সংসদকে সম্প্রতি একটি চিঠি দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৫

ট্যাগ