পুরো পশ্চিম তীর দখলের হুমকি দিয়েছেন নেতানিয়াহু
(last modified Wed, 22 Jan 2020 12:34:21 GMT )
জানুয়ারি ২২, ২০২০ ১৮:৩৪ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে তিনি জর্দান উপত্যকা এবং অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরাইলের সঙ্গে একীভূত করে নেবেন।

আগামী ২ মার্চ ইসরাইলের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে নেতানিয়াহুর দল জিততে পারলে তিনিই আবার ইসরাইলের প্রধানমন্ত্রী হবেন।

গতকাল (মঙ্গলবার) লিকুদ পার্টির নির্বাচনী প্রচার অভিযান শুরুর দিনে নেতানিয়াহু অঙ্গীকার করে বলেন, তিনি ক্ষমতায় যেতে পারলে কোনো রকমের দেরি না করেই জর্দান উপত্যকা এবং জর্দান নদী উত্তরাংশের ওপর ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবেন। নেতানিয়াহু আরো বলেন, “আমরা শুধু কোনো ব্যক্তিকে সমূলে উৎপাটন করব না বরং পশ্চিম তীরের সমস্ত বসতিতে ইসরাইলের আইন প্রতিষ্ঠা করব।”

বেনি গান্তজ

এর আগে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী এবং সাবেক সেনাপ্রধান ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান বেনি গান্তজ বলেছেন, তিনি ক্ষমতায় যেতে পারলে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সমন্বয় করে জর্দান উপত্যকাকে ইসরাইলের সঙ্গে একীভূত করার চেষ্টা করবেন। তার চেয়ে এক ধাপ এগিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু জর্দান উপত্যকা ও পশ্চিম তীর দখলের পরিকল্পনার কথা জানালেন।#

পার্সটুডে/এসআইবি/২২

ট্যাগ