মাসজিদুল আকসায় ইহুদিবাদীদের হামলা: মুসল্লি আহত
(last modified Fri, 24 Jan 2020 12:31:50 GMT )
জানুয়ারি ২৪, ২০২০ ১৮:৩১ Asia/Dhaka
  • মাসজিদুল আকসায় ইহুদিবাদীদের হামলা
    মাসজিদুল আকসায় ইহুদিবাদীদের হামলা

মাসজিদুল আকসায় ফিলিস্তিনী মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। তাদের হামলায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন।

আজ সকালে ইসরাইলি সেনারা ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোঁড়ে। এ সময় তারা কয়েকজন মুসল্লিকে ধরে নিয়ে গেছে বলেও জানা গেছে।

মাসজিদুল আকসায় ইসরাইলি হামলা

মাসজিদুল আকসাকে ইসলামি ও খ্রিষ্টিয় নিদর্শনশূন্য করে ইহুদিবাদী নিদর্শনে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সেনারা। মুসলমানদের প্রথম কেবলার ঐতিহ্যবাহী এই মসজিদটি কার্যত এখন ইহুদিবাদী সেনা ও অধিবাসীদের আস্তানায় পরিণত হয়েছে।

ইহুদিবাদী অধিবাসীরা অধিকৃত বায়তুল মোকাদ্দাস এলাকার সবচেয়ে প্রাচীন মসজিদ 'বাইত সাফাফা'য় আগুন লাগিয়ে দিয়েছে। তারা ওই মসজিদের দেয়ালে বর্ণবাদী শ্লোগানও লিখে রেখেছে।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ