ট্রাম্পের পরিকল্পনার সহযোগীদের ক্ষমা করবে না ফিলিস্তিনি জাতি: হামাসের হুঁশিয়ারি
(last modified Thu, 30 Jan 2020 13:20:54 GMT )
জানুয়ারি ৩০, ২০২০ ১৯:২০ Asia/Dhaka
  • হামাস নেতা হানিয়া
    হামাস নেতা হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি জাতি ট্রাম্পের পরিকল্পনার সহযোগীদের কখনোই ক্ষমা করবে না। মুসলিম ও আরব দেশগুলোর শীর্ষ নেতার কাছে পাঠানো বার্তায় তিনি এ কথা বলেন।

'ডিল অব দ্যা সেঞ্চুরি' নামের মার্কিন-ইহুদিবাদী মহাষড়যন্ত্র প্রত্যাখ্যান করে তিনি আরও বলেন, যারা ট্রাম্পের এই ষড়যন্ত্র মেনে নিচ্ছে ও তা বাস্তবায়নে সহযোগিতা করছে তারা বড় ধরণের ভুল করছে এবং ফিলিস্তিনি জাতি কখনোই তাদেরকে ক্ষমা করবে না। তিনি ট্রাম্পের ষড়যন্ত্রের বিরুদ্ধে ত্বরিৎ পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। 

হামাস নেতা বলেন, মার্কিন সরকার প্রকাশ্যে ইসরাইলের অবৈধ বসতি নির্মাণের পক্ষে অবস্থান ঘোষণা করেছে এবং ইসরাইলি ষড়যন্ত্রের পক্ষে কথা বলছে। আমেরিকার এই অবস্থানের বিরুদ্ধে কঠোর হতে হবে। হানিয়া বলেন, যারা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে এবং ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করছে তারা এমন এক কলঙ্ক সৃষ্টি করছে যা কোনো দিন মুছবে না। 

ফিলিস্তিনের বিরুদ্ধে আমেরিকার প্রকাশ্য ষড়যন্ত্র 'ডিল অব দ্যা সেঞ্চুরি' মোকাবেলায় ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলায় ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সমঝোতা হয়েছে। 

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে ফিলিস্তিন-বিরোধী মহাষড়যন্ত্র 'ডিল অব দ্যা সেঞ্চুরি' ঘোষণা করেন। সেখানে পবিত্র বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম)-কে দখলদার ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে ঘোষণার পাশাপাশি পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূখণ্ড ইসরাইলকে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে, কোনো ফিলিস্তিনি শরণার্থী তাদের ভিটেমাটিতে ফিরতে পারবেন না এবং ফিলিস্তিনিদেরকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে।#  

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ