ডিল অব দ্যা সেঞ্চুরির বিরুদ্ধে লড়তে ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করুন: হামাস
(last modified Mon, 10 Feb 2020 09:25:07 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২০ ১৫:২৫ Asia/Dhaka
  • পশ্চিম তীরে প্রতিবাদ
    পশ্চিম তীরে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বিরুদ্ধে যেভাবে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জনগণ রুখে দাঁড়িয়েছেন তার প্রশংসা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। একইসঙ্গে সংগঠনটি ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার কথিত শান্তি পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছে।

হামাসের অন্যতম মুখপাত্র ফাউজি বারহুম গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেছেন, সত্যিকার অর্থে আমরা পশ্চিম তীর ও আল-কুদস বা জেরুজালেম শহরের সহযোদ্ধাদের দৃঢ়তা এবং কর্মসূচির জন্য অভিনন্দন জানাচ্ছি যা মার্কিন পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। 

হামাসের অন্যতম মুখপাত্র ফাউজি বারহুম

ফাউজি বারহুম আরো বলেন, “আমরা পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাসের সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানাব যে, সম্ভাব্য সব উপায় ব্যবহার করে তারা তাদের এই জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন জোরদার করবেন।” হামাস মুখপাত্র বলেন, কথিত শান্তি পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের মাধ্যমে সম্মিলিতভাবে লড়াই করা এখন সমস্ত ফিলিস্তিনির দাবি।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি প্রকাশ করেন। সে সময় তার পাশে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছিলেন কিন্তু ফিলিস্তিনের কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না। ফিলিস্তিনের সমস্ত সংগঠন এবং রাজনৈতিক দল ট্রাম্পের শান্তি চুক্তিকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ কিছু আরব দেশ এই চুক্তির প্রতি সমর্থন ব্যক্ত করেছে।#

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ