‘ডিল অব দ্যা সেঞ্চুরি’: আদিল আল-জুবায়েরের নিন্দা জানাল হামাস
(last modified Mon, 17 Feb 2020 02:02:17 GMT )
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ০৮:০২ Asia/Dhaka
  • হামাসের মুখপাত্র হাজিম কাসিম
    হামাসের মুখপাত্র হাজিম কাসিম

কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’তে ইতিবাচক কিছু দিক রয়েছে বলে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ফিলিস্তিন ইস্যুকে ধ্বংস করে দেয়ার মার্কিন-ইসরাইলি পরিকল্পনায় যে সৌদি আরব জড়িত রয়েছে এ বক্তব্যের মাধ্যমে তা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের গত বৃহস্পতিবার রুমানিয়া সফরকালে বলেন, ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নিয়ে আলোচনা না করে তা প্রত্যাখ্যান করা ঠিক হবে না। তিনি দাবি করেন, এমন কিছু ইতিবাচক দিক রয়েছে যেগুলো নিয়ে আলোচনা শুরু হতে পারে।

এর প্রতিক্রিয়ায় হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, আরব দেশগুলো ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বিরোধিতা করার যে সমঝোতায় উপনীত হয়েছে তা লঙ্ঘন করে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, সৌদি কর্মকর্তাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য উত্থাপিত হলে তাতে আমেরিকা ও ইসরাইল লাভবান হবে এবং ফিলিস্তিনি জাতির মুক্তি অর্জনের পথ আরো বেশি বিপদসঙ্কুল হয়ে পড়বে।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের নাম করে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ  করা হয়েছে।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ ছাড়া, জর্দান নদীর পশ্চিম তীরের শতকরা ৭০ ভাগ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং প্রতিরোধ আন্দোলনগুলো অর্থাৎ সকল ফিলিস্তিনি জনগণ ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ