লেবাননের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা দিতে প্রস্তুত ইরান: লারিজানি
https://parstoday.ir/bn/news/west_asia-i77561-লেবাননের_অর্থনৈতিক_উন্নয়নে_সহযোগিতা_দিতে_প্রস্তুত_ইরান_লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, লেবাননের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান। রাজধানী বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে গতকাল (সোমবার) বৈঠকে লারিজানি একথা বলেন। তিনি সিরিয়া সফর শেষে লেবাননে যান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১৩:৪৭ Asia/Dhaka
  • আলী লারিজানি (বামে) ও মিশেল আউন
    আলী লারিজানি (বামে) ও মিশেল আউন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, লেবাননের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান। রাজধানী বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে গতকাল (সোমবার) বৈঠকে লারিজানি একথা বলেন। তিনি সিরিয়া সফর শেষে লেবাননে যান।

লেবাননের নতুন সরকার গঠন করায় ড. লারিজানি প্রেসিডেন্ট আউনকে অভিনন্দন জানান। তিনি আশা করেন, এই সরকারের মাধ্যমে লেবাননে স্থিতিশীলতা এবং নিরাপত্তা ফিরে আসবে। বৈঠকে প্রেসিডেন্ট মিশেল আউন লারিজানি ও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে শুভেচ্ছা জানান এবং ইরানের জন্য সমৃদ্ধি, নিরাপত্তা ও উন্নয়ন কামনা করেন।

হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে (বামে) আলী লারিজানির বৈঠক

বৈঠকে ড. লারিজানি এবং মিশেল আউন সিরিয়া ও লেবাননসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া, লেবাননে অবস্থানরত সিরিয়ার শরণার্থীদেরকে দেশে ফেরানোর উপায় ও প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

লেবানন সফরের সময় ড. লারিজানি ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, রাজনীতি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৮