সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে তেল আবিবকে সতর্ক করলে দামেস্ক
-
সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ফাইল ছবি)
সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে সেদেশের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনাকে সেদেশের ওপর সামরিক আগ্রাসন হিসেবে ধরে নেয়া হবে এবং সিরিয়ার বিমান বাহিনী শক্ত হাতে এর জবাব দেবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো জঙ্গিবিমানকে সঙ্গে সঙ্গে গুলি করার জন্য বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমান বহুবার সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে দেশটির বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করেছে।

সিরিয়া থেকে পাওয়া আরেক খবরে জানা গেছে, সিরিয়ার যোগাযোগমন্ত্রী আলী হামুদ বলেছেন,দামেস্ক-আলেপ্পো আন্তর্জাতিক মহাসড়কে নয় বছর পর সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। সিরিয়ার রাজনৈতিক রাজধানী দামেস্ক হলেও উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরকে দেশটির বাণিজ্যিক রাজধানী হিসেবে গণ্য করা হয়।গত নয় বছর ধরে উগ্র সন্ত্রাসীরা দামেস্ক-আলেপ্পো মহাসড়কের বিভিন্ন অংশ দখল করে রেখেছিল।#
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।