সিরিয়ায় সন্ত্রাসীদের সহযোগিতা করছে তুরস্ক: স্পষ্ট করে বলল দামেস্ক
(last modified Fri, 28 Feb 2020 01:08:58 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০৭:০৮ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি
    জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি

তুরস্ক সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে সরাসরি অভিযোগ করেছে দামেস্ক।জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি এ অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসীরা সিরিয়ার বিভিন্ন শহরের অবকাঠামো ধ্বংস করার পাশাপাশি লাখ লাখ মানুষকে শরণার্থীতে পরিণত করেছে।

তিনি বৃহস্পতিবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া বিষয়ক এক বৈঠকে আরো বলেন, তুর্কি সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে আগ্রাসন চালাচ্ছে। তুরস্ক সিরিয়ায় ‘সন্ত্রাসী প্রকল্প’ বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করে জাফারি বলেন, আঙ্কারার এ প্রকল্প কখনো বাস্তবায়িত হবে না।

সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন তুর্কি সেনা (ফাইল ছবি)

সিরিয়ার সেনাবাহিনী বর্তমানে দেশটির উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের দখলে থাকা সর্বশেষ প্রদেশ ইদলিবে অভিযান চালাচ্ছে। কিন্তু তুরস্ক এ অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আগে থেকে ওই প্রদেশে মোতায়েন নিজের সেনাদের মাধ্যমে গত কয়েক সপ্তাহে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় সন্ত্রাসবাদী তৎপরতার প্রতি সমর্থন প্রদানকারী অন্যতম দেশ ছিল তুরস্ক।বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা দখল করে রেখেছে তুরস্ক। গত তিন বছরে আঙ্কারা বেশ কয়েকবার সিরিয়ার ভূমিতে আগ্রাসন চালিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ