শেষ পর্যন্ত শহীদ হলেন ফিলিস্তিনের সেই তরুণ
https://parstoday.ir/bn/news/west_asia-i78751-শেষ_পর্যন্ত_শহীদ_হলেন_ফিলিস্তিনের_সেই_তরুণ
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে আহত ইসলাম দাউয়িকাত নামের এক তরুণ শহীদ হয়েছেন। ইসরাইলি সেনাদের গুলিতে আহত হওয়ার পর কয়েক সপ্তাহ ভুগে ২২ বছর বয়সী এ তরুণ গতকাল (বুধবার) ইন্তেকাল করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০২, ২০২০ ১৪:১৪ Asia/Dhaka
  • ফিলিস্তিনি বিক্ষোভকারীদের দিকে রাইফেল উঁচিয়ে ছুটে যাচ্ছে ইসরাইলের এক সেনা
    ফিলিস্তিনি বিক্ষোভকারীদের দিকে রাইফেল উঁচিয়ে ছুটে যাচ্ছে ইসরাইলের এক সেনা

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে আহত ইসলাম দাউয়িকাত নামের এক তরুণ শহীদ হয়েছেন। ইসরাইলি সেনাদের গুলিতে আহত হওয়ার পর কয়েক সপ্তাহ ভুগে ২২ বছর বয়সী এ তরুণ গতকাল (বুধবার) ইন্তেকাল করেন।

গত ১১ মার্চ পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইল সেনারা ওই তরুণকে গুলি করে মারাত্মক আহত করেছিল। আহত হওয়ার পর ইসলাম দাউয়িকাত কোমায় ছিলেন এবং গতকাল তাকে মৃত ঘোষণা করা হয়।

মোহাম্মদ হামায়েল

ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের মাউন্ট আল-আরমা নামের একটি ফিলিস্তিনি এলাকা দখল করে নেয়। এর প্রতিবাদ জানাতে নাবলুস শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দাউয়িকাত।

মিছিলে ইসরাইলের বর্বর সেনারা তাজা গুলি চালায় এবং টিয়ারগ্যাস ছোঁড়ে। ওইদিনই ১৫ বছর বয়সী মোহাম্মদ হামায়েল এই নামে এক কিশোর শহীদ হন। এছাড়া অনেকেই আহত হয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২