ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে লেবানন
-
লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ার ওপর হামলা চালায় ইসরাইলি বিমান
দফায় দফায় আকাশসীমা লঙ্ঘনের জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে লেবানন। সম্প্রতি লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিমান থেকে সিরিয়ার হোমস প্রদেশের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগেও বহুবার লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার ওপরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।
লেবাননের পররাষ্ট্র ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ অভিযোগ দায়ের করেছে। গত মঙ্গলবার ইসরাইল তিনটি বিমান থেকে সিরিয়ার হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ঘটনাকে লেবাননের বেসামরিক জনগণের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

লোবননের মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গোটা বিশ্ব যখন করোনাভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে করছে তখন ইহুদিবাদী ইসরাইল আকাশ লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রতি এই আহ্বান জানিয়েছে যে, বিশ্ব সংস্থাটি যেন ইসরাইলের এ ধরনের অপতৎপরতা এবং আকাশ লঙ্ঘনের ঘটনা চিরদিনের জন্য বন্ধের ব্যবস্থা করে।
মন্ত্রণালয় বলেছে, ইসরাইল শুধু আকাশসীমা নয় বরং সমুদ্র এবং স্থলসীমাও প্রায় নিয়মিতভাবে লঙ্ঘন করে চলেছে।#
পার্সটুডে/এসআইবি/৩