সিরিয়ায় রুশ যুদ্ধবিমানের তাড়ার মুখে হটে গেল মার্কিন গোয়েন্দা বিমান
(last modified Mon, 20 Apr 2020 12:19:21 GMT )
এপ্রিল ২০, ২০২০ ১৮:১৯ Asia/Dhaka
  • খেমিমিম বিমান ঘাঁটিতে মোতায়েন রুশ যুদ্ধবিমান
    খেমিমিম বিমান ঘাঁটিতে মোতায়েন রুশ যুদ্ধবিমান

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) বলেছে, রুশ যুদ্ধবিমানের তাড়ার মুখে উত্তর-পশ্চিম সিরিয়ার লাতাকিয়ার রুশ ঘাঁটির দিকে উড়ে আসা মার্কিন গোয়েন্দা বিমান হটে যেতে বাধ্য হয়েছে।

রুশ এস -৩৫ যুদ্ধবিমান লাতাকিয়ার খেমিমিম বিমান ঘাঁটির দিকে উড়ে আসা মার্কিন গোয়েন্দা বিমানকে শনাক্ত করে। সাথে সাথেই মার্কিন বিমানের মোকাবেলা করার জন্য রুশ ঘাঁটি থেকে একটি বিমান আকাশে ওড়ে। ওটি মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিমান হিসেবে চিহ্নিত করতে সক্ষম হওয়ার পর তাকে পাহারা দিয়ে ওই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়।

ভূমধ্যসাগরের নিরপেক্ষ আকাশসীমার ওপর এ ঘটনা গতকাল স্থানীয় সময় বিকাল তিনটার দিকে ঘটেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। অবশ্য, পেন্টাগন এখন এ বিষয়ে কোনও মন্তব্য করে নি।

সিরিয়ার লাতাকিয়ায় খেমিমিম বিমান ঘাঁটি বিদেশে রাশিয়ার  সর্বাধিক সুরক্ষিত ঘাঁটিগুলোর অন্যতম।  এ ঘাঁটিতে উন্নত রাডার ব্যবস্থা, যুদ্ধবিমানের একটি বহর, এবং এস -৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ