ইরাকে আবার দায়েশ পাঠানোর ব্যাপারে হারাকাত হিজবুল্লাহর হুঁশিয়ারি
-
দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্যতম প্রধান অঙ্গ সংগঠন হারাকাত হিযবুল্লাহ আন-নুজাবা আরব এ দেশটিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে আবার ফিরিয়ে আনার ব্যাপারে মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
ইরাকে মার্কিন বাহিনীর সাম্প্রতিক তৎপরতা এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিরুদ্ধে গতকাল এক বিবৃতিতে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
পাশাপাশি ইরাকের কয়েকটি সামরিক ঘাঁটি থেকে সম্প্রতি মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করেছে হারাকাত হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, এ নিয়ে আমেরিকা ধুম্রজাল সৃষ্টি করেছে এবং ইরাক নিয়ে আমেরিকা নতুন ষড়যন্ত্র পাকাচ্ছে।
এদিকে, ইরাক সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও পপুলার মোবিলাইজেশন ইউনিটের ওপর দায়েশের হামলার নিন্দা জানিয়েছেন। শুক্রবার সালাউদ্দিন প্রদেশে দায়েশ সন্ত্রাসীদের হামলায় পপুলার মোবলাইজেশন ইউনিটের ১০ যোদ্ধা নিহত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/৩