‘ইরানের প্রস্তাবিত চার-দফা বাস্তবায়নে ইয়েমেন যুদ্ধ বন্ধ হতে পারে’
(last modified Tue, 05 May 2020 14:21:32 GMT )
মে ০৫, ২০২০ ২০:২১ Asia/Dhaka

ইয়েমেনের চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের চার-দফা প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সানা। তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মাদ আদ-দাইলামি বলেছেন, ইয়েমেন আগ্রাসনের অবসান ঘটানোর ভিত্তি হতে পারে ইরানের ওই চার-দফা প্রস্তাব।

তিনি আজ (মঙ্গলবার) ইরান প্রেসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, “২০১৫ সালে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর পরপরই ইরান এ প্রস্তাব তুলে ধরেছিল। আমি মনে করি যুদ্ধের অবসান ঘটানোর মূল ভিত্তি হতে পারে এই প্রস্তাব। অবশ্য ওই প্রস্তাব উত্থাপনের পর আরো পাঁচ বছর সময় অতিবাহিত হওয়ার কারণে এটিকে পরিবর্তন ও পরিবর্ধন করতে হবে যাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।”

সৌদি বিমান হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইয়েমেনের স্কুল (ফাইল ছবি)

সৌদি আরব কেন ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে- এমন এক প্রশ্নের জবাবে ইয়েমেনি রাষ্ট্রদূত বলেন, “মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধার, বিন সালমানের ক্ষমতায় আরোহণের পথ সুগম করা, ইয়েমেনে সৌদি-সমর্থিত রাজনৈতিক নেতৃত্বকে ক্ষমতায় বসানো এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে রিয়াদ ইয়েমেনে আগ্রাসন শুরু করে।”

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ আগ্রাসন বন্ধে তাদের দায়িত্ব কতখানি পালন করেছে এমন প্রশ্নের উত্তরে আদ-দাইলামি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো এক্ষেত্রে তাদের ন্যুনতম দায়িত্বও পালন করেনি।

সংযুক্ত আরব আমিরাতসহ আরো কিছু আঞ্চলিক দেশকে নিয়ে জোট গঠন করে সৌদি সরকার ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে আগ্রাসন চালায়। দেশটির পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে এ আগ্রাসন শুরু করে। তবে পাঁচ বছরেও রিয়াদ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। কিন্তু গত পাঁচ বছরে সৌদি হামলায় অন্তত ১০ হাজার ইয়েমেনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ