বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ৩৭ লাখের কাছাকাছি; মৃত্যু আড়াই লাখের বেশি
(last modified Wed, 06 May 2020 12:54:36 GMT )
মে ০৬, ২০২০ ১৮:৫৪ Asia/Dhaka
  • বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ৩৭ লাখের কাছাকাছি; মৃত্যু আড়াই লাখের বেশি

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা ৩৭ লাখের কাছাকাছি পৌঁছেছে। এছাড়া, এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত দুই লাখ ৫৭ হাজার ২২৭ জন মারা গেছেন।

ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর দিক দিয়ে আমেরিকা ও ইউরোপের দেশগুলো শীর্ষ রয়েছে। আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য থেকে এসব কথা জানা গেছে।

মৃত্যুর দিক দিয়ে বিশ্বের মধ্যে আমেরিকা সবার শীর্ষে। এ দেশটিতে মৃত্যুর সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে। এর পরেই রয়েছে ব্রিটেন। এ দেশটি প্রথমবারের মতো ইতালিকে ছাড়িয়ে ইউরোপ মহাদেশের শীর্ষ অবস্থানে চলে গেছে। ব্রিটেনে মারা গেছে ২৯,৫০২ একজন। তবে সরকারিভাবে মৃত্যুর যে সংখ্যা বলা হচ্ছে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হয়।#

পার্সটুডে/এসআইবি/৬

ট্যাগ