একতরফা নিষেধাজ্ঞা করোনা-বিরোধী লড়াইকে বাধাগ্রস্ত করছে: সিরিয়া
(last modified Mon, 11 May 2020 05:13:33 GMT )
মে ১১, ২০২০ ১১:১৩ Asia/Dhaka
  • বাশার আল-জাফারি
    বাশার আল-জাফারি

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, তার দেশের উপর পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হচ্ছে। এই নিষেধাজ্ঞার কারণে দামেস্ক সরকার প্রয়োজনীয় ওষুধপত্র এবং চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না।

গতকাল রোববার স্যাংশন কিল কোয়ালিশন নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনলাইন সিম্পোজিয়ামে এসব কথা বলেন। এ সংগঠনটি বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রচারাভিযান চালিয়ে থাকে।

বাশার জাফারি বলেন, নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার জনগণ এবং বেসরকারি স্বাস্থ্য খাতের ক্রয় ক্ষমতা কমে গেছে কারণ নিষেধাজ্ঞা দেশের ব্যাংকিং ব্যবস্থার উপর মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব ফেলেছে। এই নিষেধাজ্ঞার কারণে দেশ আর্থিক সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে, অর্থের প্রবাহ কঠিন হয়ে পড়েছে এবং জ্বালানি, শিল্প, পরিবহন, যোগাযোগ এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

অনলাইন সিম্পোজিয়ামে বক্তব্য রাখছেন বাশার জাফারি

মার্কিন সরকার দাবি করছে যে- খাদ্য, ওষুধ এবং অন্যান্য মানবিক সরবরাহকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে কিন্তু বাশার আল-জাফারি এ দাবিকে নাকচ করে দিয়ে বলেন, মার্কিন সরকারের এই দাবি মূলত রাজনৈতিক এবং যে সমস্ত সাহায্য সিরিয়ায় পৌঁছেছে তা শুধুমাত্র সন্ত্রাসী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যাচ্ছে।

সিরিয়ার শীর্ষ পর্যায়ের এ কূটনৈতিক জোর দিয়ে বলেন, বৈদেশিক মুদ্রা আটকে দেয়ার কারণে দেশের কেন্দ্রীয় ব্যাংক জনগণের জন্য প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র কেনার জন্য অর্থ যোগান দিতে অসমর্থ হয়ে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ