তুর্কি সর্মথিত সন্ত্রাসীরা সিরিয়ার ঘরবাড়িতে আগুন দিয়েছে
(last modified Tue, 02 Jun 2020 01:00:41 GMT )
জুন ০২, ২০২০ ০৭:০০ Asia/Dhaka
  • তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা এভাবে ট্যাংক নিয়ে দাপিয়ে বেড়ায় ইদলিব প্রদেশে
    তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা এভাবে ট্যাংক নিয়ে দাপিয়ে বেড়ায় ইদলিব প্রদেশে

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কয়েকটি আবাসিক ভবনে আগুন দিয়েছে তুর্কি সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসী সিরিয়ার সাধারণ জনগণের উপর যে সমস্ত হত্যা এবং লুটপাট চালিয়ে আসছে তার অংশ হিসেবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে গতকাল (সোমবার) জানিয়েছেন, হাসাকা প্রদেশের আল-কাসিমিয়া এবং আল রিহানিয়া গ্রামের কয়েকটি বাড়িতে আগুন দিয়ে সেসব বাড়ি জ্বালিয়ে দেয় সন্ত্রাসীরা। এ দুটি গ্রাম তাল-তামার শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত।

কয়েকদিন আগে আল-কাসিমিয়া গ্রামের কয়েকটি কৃষি ক্ষেতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আগুন দেয়ার পর তুর্কি সর্মথিত সন্ত্রাসীরা ওই গ্রামের বাড়িতে আগুন দিল।

গত বছরের অক্টোবর মাসে তুর্কি সামরিক বাহিনী সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালয়। এরপর ওই এলাকায় তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীকে মোতায়েন করা হয়। তুরস্ক বলছে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি যাতে সীমান্তে তৎপর থাকতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২

ট্যাগ