সমরাস্ত্রবিহীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করল হামাস ও জিহাদ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i80585-সমরাস্ত্রবিহীন_ফিলিস্তিন_রাষ্ট্রের_বিরোধিতা_করল_হামাস_ও_জিহাদ_আন্দোলন
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ আশতিয়া সেনাবাহিনী ও সমরাস্ত্র বিহীন ফিলিস্তিন রাষ্ট্রের যে ধারনা উপস্থাপন করেছেন তার তীব্র বিরোধিতা করেছে সেখানকার ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১১, ২০২০ ০৫:৩২ Asia/Dhaka
  • ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা  আহমাদ আল-মুদাল্লাল
    ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা  আহমাদ আল-মুদাল্লাল

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ আশতিয়া সেনাবাহিনী ও সমরাস্ত্র বিহীন ফিলিস্তিন রাষ্ট্রের যে ধারনা উপস্থাপন করেছেন তার তীব্র বিরোধিতা করেছে সেখানকার ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে।

ফিলিস্তিন আল-ইয়াওম জানিয়েছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের শীর্ষস্থানীয় নেতা হাম্মাদ আর-রেকেব বলেছেন, মোহাম্মাদ আশতিয়া’র পরিকল্পনায় দুর্বল রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ ঘটেছে এবং এতে ফিলিস্তিনি জনগণের সামনে থাকা চ্যালেঞ্জগুলোকে বিবেচনায় নেয়া হয়নি। একইসঙ্গে তিনি ইহুদিবাদী সরকারের দখলদারিত্বের মোকাবিলায় প্রতিরোধ সংগ্রামের পথ বেছে নেয়ার জন্য স্বশাসন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

হাম্মাদ আর-রেকেব

এদিকে, ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা  আহমাদ আল-মুদাল্লাল ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের ইসরাইলি পরিকল্পনার তীব্র বিরোধিতা করে বলেছেন, ফিলিস্তিনি জনগণ কেবল সেই পরিকল্পনা মেনে নেবে যেখানে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের কথা থাকবে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ আশতিয়া গতকাল ঘোষণা করেন, ইসরাইল যদি জর্দান নদীর পশ্চিম তীরকে দখলীকৃত ভূখণ্ডের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থেকে সরে না যায় তাহলে স্বশাসন কর্তৃপক্ষ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে নয়া নীতি গ্রহণ করবে। তিনি বলেন, সেনাবাহিনী ও সমরাস্ত্র ছাড়াই স্বাধীন ও সার্বভৌম সেই রাষ্ট্র ঘোষণা করা হবে।

মার্কিন-ইসরাইলি কথিত শান্তি পরিকল্পনা- ‘শতাব্দির সেরা চুক্তি’র ভিত্তিতে আগামী ১ জুলাই দখলদার ইহুদিবাদী সরকার পশ্চিম তীরের ৩০ শতাংশ ফিলিস্তিনি ভূমি ইসরাইলের অন্তর্ভুক্ত করবে বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।