মার্কিন নির্দেশে কাতাইব হিজবুল্লাহর সদর দপ্তরে অভিযান: ইরাকি শীর্ষ নেতাদের মন্তব্য
https://parstoday.ir/bn/news/west_asia-i80988-মার্কিন_নির্দেশে_কাতাইব_হিজবুল্লাহর_সদর_দপ্তরে_অভিযান_ইরাকি_শীর্ষ_নেতাদের_মন্তব্য
ইরাকের শীর্ষ রাজনৈতিক নেতারা বলেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন কাতাইব হিজবুল্লাহর সদর দপ্তরে যে হামলা হয়েছে তার পেছনে আমেরিকা রয়েছে। ইরাকি নেতারা নতুন সরকারের অধীনে দেশের গন্তব্য নিয়েও মারাত্মক প্রশ্ন তুলেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ২৭, ২০২০ ১৫:৪৬ Asia/Dhaka
  • কাতাইব হিজবুল্লাহর যোদ্ধারা
    কাতাইব হিজবুল্লাহর যোদ্ধারা

ইরাকের শীর্ষ রাজনৈতিক নেতারা বলেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন কাতাইব হিজবুল্লাহর সদর দপ্তরে যে হামলা হয়েছে তার পেছনে আমেরিকা রয়েছে। ইরাকি নেতারা নতুন সরকারের অধীনে দেশের গন্তব্য নিয়েও মারাত্মক প্রশ্ন তুলেছেন।

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিট কাজ করছে তার একটি অঙ্গ সংগঠন হচ্ছে কাতাইব হিজবুল্লাহ। এ সংগঠন মার্কিন বিরোধী বলে এরইমধ্যে পরিচিতি লাভ করেছে।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে আসাইব আহলুল হকের নেতা কাইস আল- বলেছেন, পপুলার মোবিলাইজেশন ইউনিটকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিদেশী হস্তক্ষেপে এই হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতের এ হামলার পেছনে আমেরিকার নির্দেশনা রয়েছে।

কাতাইব হিজবুল্লাহর কার্যালয়ে ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযান

তিনি জোর দিয়ে বলেছেন, আমেরিকা যদি শান্তিপূর্ণভাবে সেনা প্রত্যাহার না করে তাহলে মার্কিন সেনাদের সঙ্গে পপুলার মোবিলাইজেশন ইউনিটের সংঘাত অনিবার্য এবং কেউ তা ঠেকাতে পারবেনা।

এদিকে, হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবার নেতা নাসর আল-শাম্মারি ইরাকি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাদের উচিত হবে না আমেরিকার হাতের খেলনা হিসেবে ব্যবহৃত হওয়া। তিনি পপুলার মোবিলাইজেশন ইউনিটের বিরুদ্ধে যেকোনো ধরনের অভিযানের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। নাসর আল-শাম্মারি কাতাইব হিজবুল্লাহর বিরুদ্ধে আর কোনো অভিযান না চালানোর পরামর্শ দেন।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।