হিজবুল্লাহ সম্পর্কে মন্তব্যের জের: মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে লেবানন
-
লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া
লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়াকে তলব করেছে বৈরুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিট্টি বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ডরোথি যেন কোনোরকম হস্তক্ষেপ না করেন।
সম্প্রতি মার্কিন এ কূটনীতিক লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে তাকে তলব করা হলো। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, স্থানীয় সময় আজ (রোববার) বেলা তিনটায় ডরোথি শেয়া’র সঙ্গে নাসিফ হিট্টি সাক্ষাৎ করেন। এসময় তিনি মার্কিন রাষ্ট্রদূতকে ভিয়েনা কনভেনশনের কথা স্মরণ করিয়ে দেন।
হিট্টি বলেন, ১৯৬১ সালে সই হওয়া এ কনভেনশন অনুসারে কোনো রাষ্ট্রদূত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। ভিয়েনা কনভেনশন অনুসারে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য এমন হওয়া উচিত নয় যাতে লেবানন জনগণ ঝামেলায় পড়ে যায়।

গতকাল লেবাননের তাইরে শহরের বিচারক মোহাম্মাদ মাজেহ মার্কিন রাষ্ট্রদূতের ওপর এক বছরের সাক্ষাৎকার না দেয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেন। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত এক বছরের জন্য স্থানীয় ও বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে পারবেন না।
এর আগে ডরোথি শেয়া সৌদি মালিকানাধীন আল-হাদাস টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে বলেন, লেবাননের সরকারে হিজবুল্লাহর অংশগ্রহণের কারণে আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন। মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্য সম্পর্কে বিচারক মাজেহ বলেন, “এটি লেবাননে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করেছে এবং সামাজিক শান্তি নষ্ট করার উপক্রম হয়েছে।”#
পার্সটুডে/এসআইবি/২৮