সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে হাশদ আশ-শাবির ভূমিকার প্রশংসা করলেন ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i81133
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দেশটির পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির প্রশংসা করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ০২, ২০২০ ১৮:৪৮ Asia/Dhaka
  • হাশদ আশ-শাবির সদস্যদের একটি বহর
    হাশদ আশ-শাবির সদস্যদের একটি বহর

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দেশটির পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী কাজেমি পপুলার মোবিলাইজেশন ইউনিটের কমান্ডার এবং কাউন্টার টেরোরিজম সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে গতরাতে বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশের সেনাবাহিনী, পুলিশ ও পপুলার মোবিলাইজেশন ইউনিট এবং কাউন্টার টেরোরিজম ইউনিট -কাউকে আলাদা করে দেখেন না। মোবিলাইজেশন ইউনিটের অন্যতম সংগঠন কাতাইব হিজবুল্লাহর কয়েকজন আটক সদস্যকে মুক্তি দেয়ার পর ইরাকের প্রধানমন্ত্রী এই বৈঠক করলেন।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি

গত বৃহস্পতিবার কাতাইব হিজবুল্লার সদরদপ্তরে ইরাকি নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সংগঠনের কয়েক ডজন সদস্যকে আটক করে। বলা হচ্ছে- মার্কিন সরকারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছিল।

কাতাইব হিজবুল্লাহর আটক সদস্যদের গত সোমবার মুক্তি দেয়া হয় এবং তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ বাতিল করা হয়েছে। কাতাইবের সদস্যরা বাগদাদের গ্রীনজোন এলাকায় রকেট হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ আনা হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/২