ইয়েমেনের হুদায়দায় সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ও কামান হামলা
(last modified Tue, 14 Jul 2020 08:00:57 GMT )
জুলাই ১৪, ২০২০ ১৪:০০ Asia/Dhaka
  • ইয়েমেনের হুদায়দায় সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ও কামান হামলা

ইয়েমেনের পশ্চিমের আল-হুদায়দা প্রদেশের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও কামানের সাহায্যে ব্যাপক হামলা চালিয়েছে সৌদি আরব।

আজ (মঙ্গলবার) ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, সৌদি হামলায় হুদায়দা প্রদেশের আদ্দিরাইমি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ  এখনও জানা যায় নি। ৯ এপ্রিল থেকে হুদায়দায় একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল সৌদি জোট। কিন্তু নিজেদের ঘোষিত যুদ্ধবিরতি তারা এক ঘণ্টার মধ্যেই লঙ্ঘন করেছে। 

ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের বিভিন্ন ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানের কয়েক ঘণ্টার মধ্যে হুদায়দায় ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করেছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।

গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরবের দক্ষিণের জিযান, নাজরান ও আসির প্রদেশে শত্রু-বাহিনীর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।
যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে খামিস মোশাইত ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও জঙ্গিবিমানের হ্যাঙ্গার এবং জিযান, নাজরান ও আসির শহরের শহরের বিমানবন্দর। 

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, মা'রিব প্রদেশের তাদাউয়িন সামরিক ঘাঁটিতে বিদেশি মদদপুষ্ট দেশবিরোধী সরকারের পদস্থ কর্মকর্তাদের সম্মেলনস্থলে হামলা চালানো হয়েছে। এর ফলে হতাহত হয়েছে বিদেশিদের অনুচর ওই সরকারের বহু পদস্থ কর্মকর্তা। 

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#

পার্সটুডে/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ