সৌদি অবরোধ সত্ত্বেও ইয়েমেনে ত্রাণ দেয়ার চেষ্টা অব্যাহত রাখবে ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/west_asia-i81467-সৌদি_অবরোধ_সত্ত্বেও_ইয়েমেনে_ত্রাণ_দেয়ার_চেষ্টা_অব্যাহত_রাখবে_ইরান_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ সত্ত্বেও যুদ্ধকবলিত দেশটিকে মানবিক ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখবে ইরান। একইসঙ্গে করোনোভাইরাসের বিস্তার রোধে দেশটিকে সাহায্য করবে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২০ ১৯:১০ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ সত্ত্বেও যুদ্ধকবলিত দেশটিকে মানবিক ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখবে ইরান। একইসঙ্গে করোনোভাইরাসের বিস্তার রোধে দেশটিকে সাহায্য করবে তেহরান।

তিনি বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ যে আগ্রাসন চালাচ্ছে এবং অবরোধ দিয়ে রেখেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আবদুল্লাহর সঙ্গে গতকাল এক ভিডিও কলে এসব কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইয়েমেনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও মিত্ররা ২০১৬ সালে একটি জাতীয় সরকার গঠন করে।

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

গতকালের ফোনালাপে জাওয়াদ জারিফ ইয়েমেন সংকট সমাধানের ক্ষেত্রে রাজনৈতিক প্রক্রিয়ার ওপর জোর দেন। তিনি বলেন, ইয়েমেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে- ভৌগোলিক সীমারেখার প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে এবং ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংলাপ হতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৫