যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আগামীকাল সংসদ নির্বাচন; সব প্রস্তুতি সম্পন্ন
আগামীকাল সিরিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সেদেশের নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ।
করোনাভাইরাসের কারণে এর আগে দুই বার এই নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। এবার করোনাভাইরাসের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ভোটারদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সংসদের ২৫০ আসনের বিপরীতে প্রার্থী হয়েছেন দুই হাজার একশ' জন । সারা দেশে সাত হাজার ৩১৩টি ভোটকেন্দ্র খোলা হয়েছে।
সিরিয়ায় ২০১২ সালে সংবিধান সংশোধন করা হয়। এরপর এ পর্যন্ত দু’টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের মোট ১৪টি প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে আলেপ্পোতে। সেখানে আসন সংখ্যা ৫২। এরপরই আসনের দিক থেকে এগিয়ে রয়েছে দামেস্ক ও হোমস। সেখানে যথাক্রমে ২৯ ও ২৩টি আসন রয়েছে।
সিরিয়ায় সংবিধান সংশোধনের পর ২০১২ সালের ৭ মে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৩ এপ্রিল।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।