‘ইরাকের সন্ত্রাস-বিরোধী যোদ্ধারা কখনো আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না’
https://parstoday.ir/bn/news/west_asia-i81885
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির প্রধান ফালিহ আল-ফাইয়াজ বলেছেন, তার সংগঠনের সন্ত্রাসবিরোধী যোদ্ধারা কখনো আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে পপুলার মোবিলাইজেশন ইউনিটের ভূমিকার প্রশংসা করেন আল-ফাইয়াজ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ৩০, ২০২০ ২০:৪৯ Asia/Dhaka
  • হাশদ আশ-শাবির প্রধান ফালিহ আল-ফাইয়াজ
    হাশদ আশ-শাবির প্রধান ফালিহ আল-ফাইয়াজ

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির প্রধান ফালিহ আল-ফাইয়াজ বলেছেন, তার সংগঠনের সন্ত্রাসবিরোধী যোদ্ধারা কখনো আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে পপুলার মোবিলাইজেশন ইউনিটের ভূমিকার প্রশংসা করেন আল-ফাইয়াজ।

গতকাল (বুধবার) দেয়া এক বক্তৃতায় ফালিহ আল-ফাইয়াজ পপুলার মোবিলাইজেশন ইউনিটকে ইরাকের জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে সামরিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে বলেন, পপুলার মোবিলাইজেশন ইউনিট হচ্ছে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান বাহু।

পপুলার মোবিলাইজেশন ইউনিটের সদস্যদের কুচকাওয়াজ

ফালিহ আল-ফাইয়াজ বলেন, জাতীয় সেনাবাহিনীর কৌশল মেনেই পপুলার মোবিলাইজেশন ইউনিট সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই করছে। তিনি স্পষ্ট করে বলেন, পপুলার মোবিলাইজেশন ইউনিট ইরাকি জনগণের ইচ্ছার আলোকে কাজ করছে। এই সংগঠন ইরাককে দুর্বল করার চেষ্টা করছে বলে কেউ কেউ যে বাহুল্য অভিযোগ করছে তিনি তা নাকচ করেন।#  

পার্সটুডে/এসআইবি/৩০