শত্রুর ড্রোন ভূপাতিত করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
https://parstoday.ir/bn/news/west_asia-i82180-শত্রুর_ড্রোন_ভূপাতিত_করল_সিরিয়ার_আকাশ_প্রতিরক্ষা_ব্যবস্থা
সিরিয়ার লাতাকিয়া প্রদেশে শত্রু পক্ষের একটি ড্রোন ভূপাতিত করেছে সেদেশের সেনাবাহিনী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১১, ২০২০ ১৬:৫২ Asia/Dhaka
  • শত্রুর ড্রোন ভূপাতিত করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে শত্রু পক্ষের একটি ড্রোন ভূপাতিত করেছে সেদেশের সেনাবাহিনী।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা গতরাতে জানিয়েছে, লাতাকিয়ার আকাশে উড়ার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে। এই কাজে হেমেইমিম ঘাঁটিতে মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগানো হয়েছে।

ড্রোনটির ধ্বংসাবশেষ জাবালা শহরের পাশে ফসলের ক্ষেতে পড়েছে, তবে হতাহতের ঘটনা ঘটেনি।

সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাঝে মধ্যেই সেদেশের বিভিন্ন স্থাপনা লক্ষ্যে করে ড্রোনের সাহায্যে হামলার চেষ্টা চালায়। তবে এ ধরণের তৎপরতার বেশিরভাগই সেনাবাহিনীর প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে।

হেমেইমিম বিমান বন্দরকে লক্ষ্য এ পর্যন্ত বহু ড্রোন পাঠিয়েছে সন্ত্রাসীরা। ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইসলামবিরোধী বিভিন্ন রাষ্ট্র সন্ত্রাসীদের ড্রোনসহ উন্নত অস্ত্র দিয়ে সহযোগিতা করছে।

২০১১ সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। সিরিয়ার বাশার আসাদ সরকার দখলদার ইসরাইলের বিরুদ্ধে সব সময় সোচ্চার ভূমিকা রেখেছে।

পার্সটুডে/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।