ইরান-চীনের চ্যালেঞ্জ: ইসরাইল ও আমিরাত সফরে যাচ্ছেন পম্পেও
(last modified Sun, 23 Aug 2020 04:35:07 GMT )
আগস্ট ২৩, ২০২০ ১০:৩৫ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামীকাল (সোমবার) মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন। প্রথমে তিনি ইহুদিবাদী ইসরাইল যাবেন, এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাতে।

তার এ সফরে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার কথা বলা হলেও মূলত ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীন ইস্যু নিয়ে কথা বলতেই তিনি এ সফরে যাচ্ছেন।  গত ১৩ আগস্ট ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সই করে। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সফরে যাচ্ছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা সুচিতে যে বিষয়টি বিশেষভাবে যুক্ত হচ্ছে সেটি হচ্ছে এই যে ইরান এবং চীনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে কথিত যে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলো মোকাবেলা।নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রাইটার্স গতকাল (শনিবার) এ খবর দিয়েছে।

এরআগে গত ১৯ আগস্ট ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, ওই সফরে কোহেন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে আলোচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ