মার্কিন চাপ সত্ত্বেও ২০২৫ সাল পর্যন্ত ইরান থেকে গ্যাস কিনবে ইরাক
(last modified Wed, 26 Aug 2020 05:05:03 GMT )
আগস্ট ২৬, ২০২০ ১১:০৫ Asia/Dhaka
  • ইরানরে একটি গ্যাসক্ষেত্র
    ইরানরে একটি গ্যাসক্ষেত্র

মার্কিন সরকারের চাপ সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে ২০২৫ সাল পর্যন্ত গ্যাস কিনবে ইরাক। ইরাকের তেলমন্ত্রী ইহসান আব্দুল জব্বার গতকাল (মঙ্গলবার) এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, তার দেশ নিজেই গ্যাস উৎপাদনের পরিকল্পনা করছে এবং সেইভাবে প্রকল্প হাতে নিয়েছে। তা সত্ত্বেও ইরান থেকে ২০২৫ সাল পর্যন্ত ইরান থেকে গ্যাস কেনা প্রয়োজন হবে।

ইরাক তার নিজের তেল এবং গ্যাসের অভ্যন্তরীণ চাহিদা নিজেই পূরণ করুক -এমন চাপ রয়েছে আমেরিকার পক্ষ থেকে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত ইরাকের অবকাঠামো সেই চাহিদা পূরণ করতে সক্ষম নয়। ফলে ইরানের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরাক সরকার প্রতিবেশী ইরান থেকে বিপুল পরিমাণ গ্যাস আমদানি করতে বাধ্য হয়।

ইরাকের প্রতিদিনের বিদ্যুৎ চাহিদার বিরাট অংশ পূরণ হয় ইরান থেকে আমদানি করা বিদ্যুৎ দিয়ে। এছাড়া, বিদ্যুৎ উৎপাদনের কাজেও ইরান থেকে আমদানি করা গ্যাস ব্যবহার করে ইরাক।#

পর্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ