ফিলিস্তিনিদের ধর্মবিশ্বাসের সঙ্গে লড়াইয়ে নেমেছে আমিরাত: হামাস নেতা
(last modified Mon, 31 Aug 2020 10:38:56 GMT )
আগস্ট ৩১, ২০২০ ১৬:৩৮ Asia/Dhaka
  • হামাস নেতা কামাল আল খাতিব
    হামাস নেতা কামাল আল খাতিব

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের উপ-প্রধান কামাল আল খাতিব বলেছেন, সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে লড়াইয়ে নেমেছে।

তিনি আরও বলেছেন, আমিরাত সরকার মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ নিয়ে খেলছে। কিন্তু তাদের এ ধরণের কোনো অধিকার নেই।

হামাসের এই নেতা বলেন, আল-আকসা মসজিদের ভবন ও প্রাঙ্গণসহ সব কিছুর সঙ্গে গোটা মুসলিম বিশ্বের সম্পর্ক। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার অধিকার আরব আমিরাতের নেই।

এর আগে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো কথা বলার অধিকার আমিরাতের নেই। তাদেরকে কখনোই এ অধিকার দেওয়া হবে না।

গত ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে। সম্পর্ক স্থাপনের বিষয়ে তারা যে সমঝোতায় সই করেছে সেখানে মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাস শহর সম্পর্কেও বক্তব্য রয়েছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ