সম্পর্ক স্বাভাবিক করা প্রশ্নে আরব লীগের অবস্থানের নিন্দা জানাল হামাস
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা না জানানোয় আরব লীগের কঠোর সমালোচনা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো।
বুধবার আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এক অনলাইন বৈঠকে আরব আমিরাতের ওই উদ্যোগের নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল তা পাস হয়নি।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, আরব জাতি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোর বিরোধী; কাজেই আরব লীগের বৈঠকে তাদের জনগণের সে দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটা উচিত ছিল।
হামাসের মুখপাত্র বলেন, আরব লীগ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় এখন ফিলিস্তিন ইস্যুকে চিরতরে শেষ করে দিতে আমেরিকা ও দখলদার ইসরাইল আগের চেয়ে বেশি ধৃষ্টতা দেখাবে।
এদিকে, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র দাউদ শিহাব বলেছেন, আরব লীগ এখন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সংস্থায় পরিণত হয়েছে। তিনি বলেন, আরব দেশগুলো ধীরে ধীরে ইসরাইলবিরোধী অবস্থান থেকে সরে এসে ওয়াশিংটন ও তেল আবিবকে ফিলিস্তিনিদের সঙ্গে যা খুশি তাই করার সুযোগ করে দিচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।