জেগে উঠেছে বিশ্বাসঘাতকদের দল; এবার বাহরাইনের পালা
https://parstoday.ir/bn/news/west_asia-i82992
সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিল বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে এক টুইটার বার্তায় জানান, বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২০ ০৬:২৬ Asia/Dhaka
  • ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বামে) ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আলে খলিফা।
    ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বামে) ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আলে খলিফা।

সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিল বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে এক টুইটার বার্তায় জানান, বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে।

এ ব্যাপারে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও বাহরাইন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের রাজতান্ত্রিক সরকার ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট ট্রাম্প ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।মুসলিম বিশ্বে আরব আমিরাতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হয়।ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ও সংগ্রামী ফিলিস্তিনি সংগঠনগুলো সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তকে তাদের পিঠে ছুরি বসিয়ে দেয়ার নামান্তর বলে মন্তব্য করেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করার পর থেকে গত সাত দশকেরও বেশি সময় ধরে বেশিরভাগ আরব দেশ তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা ইসরাইলকে স্বীকৃতি দেয়া থেকে বিরত ছিল।

এসব দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়ার শর্ত হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করে এই সংকট সমাধানের কথা ঘোষণা করেছিল; যদিও আরব দেশগুলোর সাধারণ জনগণ ফিলিস্তিনের বুক থেকে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র উৎখাতের পক্ষপাতী। তবে দৃশ্যত আরব দেশগুলো তাদের শর্ত পূরণ না হতেই কুদস দখলদার ইসরাইলকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।