ফিলিস্তিনের পর আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করল কুয়েত
https://parstoday.ir/bn/news/west_asia-i83479-ফিলিস্তিনের_পর_আরব_লীগের_সভাপতির_পদ_প্রত্যাখ্যান_করল_কুয়েত
ফিলিস্তিনের পরিবর্তে আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে কুয়েত। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১৫:৩৩ Asia/Dhaka
  • আরব লীগের সম্মেলন (ফাইল ছবি)
    আরব লীগের সম্মেলন (ফাইল ছবি)

ফিলিস্তিনের পরিবর্তে আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে কুয়েত। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু ফিলিস্তিন তা গ্রহণে অস্বীকৃতি জানালে কুয়েতকে এই লীগের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়া হয়।

কিন্তু কুয়েত সরকার গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে ঘোষণা করেছে, দেশটি আরব লীগের ১০৫তম সভাপতির দায়িত্ব গ্রহণ করবে না।

এর আগে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে গত মঙ্গলবার ফিলিস্তিনের স্বশাসিত সরকার আরব লীগের সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

ফিলিস্তিনের অস্বীকৃতির জের ধরে কুয়েতের আগে কাতারও আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করে।

গত ১৫ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার জন্য আনুষ্ঠানিক চুক্তিতে সই করে। এ চুক্তিকে ফিলিস্তিনের সমস্ত দল ও সংগঠন বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে। #

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।