মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার পুনর্গঠন বাধাগ্রস্ত করছে: বাশার জাফারি
(last modified Fri, 09 Oct 2020 12:22:55 GMT )
অক্টোবর ০৯, ২০২০ ১৮:২২ Asia/Dhaka
  • বিধ্বস্ত সিরিয়া
    বিধ্বস্ত সিরিয়া

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি তার দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কঠোর নিন্দা ও সমালোচনা করে বলেছেন, এই নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন বাধাগ্রস্ত হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ‘সেকেন্ড ফাইনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক কমিটি’র ৭৫তম অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। সিরিয়ার রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে শুধু দেশের পুনর্গঠনই বাধাগ্রস্ত হচ্ছে না বরং জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে।

তিনি বিশ্ব সংস্থাটির প্রতি আহবান জানিয়ে বলেন, সিরিয়ার পরিস্থিতিকে রাজনীতিকীকরণ না করে বরং সংকটাপন্ন দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে দামেস্ক সরকারের প্রতি প্রয়োজনীয় সমর্থন দিতে হবে।

বাশার আল-জাফারি

বাশার আল-জাফারি বলেন, সিরিয়ার বিরুদ্ধে যে একতরফা এবং জবরদস্তিমূলক পদক্ষেপ নেয়া হয়েছে সেটি দেশের জন্য বিরাট বড় চ্যালেঞ্জ। প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যে আহ্বান জানিয়েছেন তার কথাও তিনি উল্লেখ করেন।

মার্কিন সরকার সিরিয়ার বিরুদ্ধে কয়েকদফা একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত ১৭ জুন থেকে এসব নিষেধজ্ঞা কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বের কোনো দেশের কেউ সিরিয়ার সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/৯

 

ট্যাগ