সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে ইহুদিবাদী ইসরাইল-লেবানন পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত
লেবানন বলেছে, সমুদ্রসীমা নির্ধারণের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বৈরুতের চলমান পরোক্ষ আলোচনা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। লেবানন-ইসরাইল সমুদ্র সীমা চিহ্নিত করার ব্যাপারে দু’পক্ষের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় লেবাননি প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসাম ইয়াসিন একথা জানিয়েছেন।
বুধবার দু’পক্ষের মধ্যে এ সংক্রান্ত প্রথম আলোচনা আন-নাকুরা এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী- ইউনিফিলের ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বাসাম ইয়াসিন বলেন, লেবানন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে ১৯৪৯ সালের যুদ্ধবিরতি চুক্তির ভিত্তিতে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের ব্যাপারে যেকোনো চুক্তির খসড়া লেবাননের রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি দেশের সংশ্লিষ্ট আইনি বিভাগগুলো অনুমোদন করার পরই কেবল চূড়ান্ত হবে।
গতকাল (বুধবার) লেবানন ও ইসরাইলি প্রতিনিধিদলের মধ্যে প্রথম দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। দু’পক্ষের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা দু’সপ্তাহ পর অনুষ্ঠিত হবে। লেবাননের একটি সামরিক সূত্র জানিয়েছে, আগামী ২৮ অক্টোবর দু’পক্ষ পরবর্তী আলোচনায় বসবে।
ভূমধ্যসাগরের পানিসীমা নির্ধারণ নিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লেবাননের দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। ২০১৮ সালে উপকূলীয় তেলক্ষেত্রের ৯ নম্বর ব্লক নিয়ে তেলআবিব ও বৈরুতের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছিল।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।